ডর ডরা মন ভূ-কালে তুই
নোয়াসনে শির ধরার ডরে!
জনম কাল ছুঁটলি অবোধ
সবলের তাড়া খেয়ে, সবল
বল খোয়ায় পড়ে যমকলে !
সাঁপুড়িয়ায় সুর তুলিছে বিনে
সুর তালেতে নাচছে সবে বেতালে
ভরছে খোয়াড় রাজা প্রঁজায়
বিভেদ বীনে তাঁর খেয়ালে !
পরের পালান খাইলে ভবে
স্বর্গ খোয়াড় বিষাদ বনে,
ভয়ে বেহুঁশ হুঁশ ফিরেছে
ওঝাঁয় কী নিকাশ ছাড়ে!
ভীতুতে কয় ডর কোথা রয়
পাইনা খুঁজে ক্ষেত খোয়াড়ে,
উচ্চ শীরে সদায় নত, বিধি
স্বর্গ সুখের খোয়াড় ডাকে!
ডর ডরা মন ভূ-কালে তুই
নোয়াসনে শির ধরার ডরে!
শাহজাদপুর, সিরাজগঞ্জ, বুধবার, জুন '২০১৮, ০৯:৪১ অপরাহ্ন।