দিগন্ত জোড়া মাঠ ছুঁয়ে
ফুল ফুটেছে খেত ভরে,
মৌমাছিরা দল কে দল
মধু নিতে আসছে তেড়ে !
বিন্দু শিশির ভোর বেলায়
সরষে ফুলের গা ভেজায়,
সূর্য্যি মামার যেই উঁকি
শিশির বিন্দু কই মিলায় !
হলদে বরন ঝাঁক পাখি
সবুজ সাজে সাজ ভারি,
মধু দানে সরষে দানে
হলদে ফুল যায় ঝরি !
সৃষ্টির সেরা জীব হয়ে
আশীষ দাদায় ভাবছে মনে
সরষে মধু সবই নেবো
ত্যাগে কি আর মন ভরে !
ভোমরাকে দা মধু দিলে
তবেই ফুলে সরষে ফলে,
মানুষে মানুষ পূঁজিলে
সরষে মধু সবই মেলে!
শাহজাদপুর, ১৯ ডিসেম্বর ২০১৭ খ্রি. মঙ্গলবার, ০৯:২২ পূর্বাহ্ন!