কলিযুগের নাশ ঘটেছে
কল্পনারি শেষ দিনে,
ইচ্ছে মতোন ঘটছে সবই
জ্ঞানালোকের বিজ্ঞানে !
বিজ্ঞানেরি দানাকাশে
ফলছে ফসল মেঘ রূপে,
সাত সমুদ্দুর তেরো নদীর
মনমাঝিতেই পার ভেদে।
অনন্তেরি অন্ত যুগে
বশ মেনেছে জ্ঞান ঘরে,
বজ্রভেলার এক ঝিলিকেই
সৌরজগত মানুষ ভেদে !
সোনাভানে বেজায় খুশি
বনেছে মুনিব, দাসেতে সবি,
সফল জনম বেরঙ যুগের
রূপবানেরই ভান ছাড়ি!
বিজ্ঞানেরি পরশ পাথর
সর্বজগত দেয় ছুঁয়ে,
স্বর্ণজগত বশ মানিলেও
পরশ পাথর যায় হেরে!
রচনা: শাহজাদপুর, ২২ মে '২০১৮ খ্রি. মঙ্গলবার, ০৪:৩৮ অপরাহ্ন!