একটি কুঁড়ির দুটি ফুলে
সন্ধি করেই ফুঁটিলো,
নয়ন লোচন দ্বোতার হয়েও
একতারায় সুর তুলিলো !
তারা জনমের স্বজন
সন্ধি করে পাপড়ি মেলে
দেখায়, আলোর এ ভূবন।
আজব নয়না লোচন
চোঁখ বুজিয়া ঘুমায় দু'জন
বাসী, কোন পুরের কোন জন!
তাদের নিষ্ফলী জনম
দৃষ্টি মেলে পরাপরে
ভবে, পেলোনা দর্শণ!
ঝোরো পবন ঝারলো ফুলে
পাপড়ি দুনোর বুজিলো,
বিচ্ছেদে তাই নয়ন লোচন
এক ক্ষণেই পর হইলো!
রচনা : শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৮ মে '২০১৮ খ্রি. শুক্রবার, ০২:৩২ অপরাহ্ন!