রঙিলা জীবন ফুলশয্যার ফুলে ফুলে
যেথা চরাচরে রত ফুল পরারপ হিতে!
বিরহ আঘাত সয়ে কতনা যাতনা লয়ে
সুবাসে ভরায়ে ধাম বিলায় আপন প্রাণ!
কোমলীয় শত দলে ভরা সেই শয্যা
সুবাসে সুবাসিত দেহো সুগঠিত মজ্জা।
ঘ্রাণ ছড়িয়ে বাগে পরিতাপী নিজ মনে
একবুক জ্বালা তবুও হাঁসে ফুল বাগিচায়!
শিশু মন ফুলো বন নাই হেথা শংকা,
মনের কুঠুরি খাঁটি নাই তাতে ডংকা!
আশরাফি ফুলবনে আতরাফি জনে জন,
প্রভূ, ক্ষমা করিও মোরে ফুলহীন দীনহীনে!