ধন, কত জন কত মনের!
থাকে না সে রাজপ্রাসাদে
আবার রাজকোষেই তার নিত্যাসন।
ধন, কত জন কত মনের!
রাজা প্রজা উজির নাজির
কেউবা ধনী কেউবা ফকির
দুনিয়ার কারাগারে !
ধান আর চিটায় দুলছে সদায়
মন আপনে এক শীষে!
কার বা ফসল জমিজাতি
কার ধনেতে করলে পোদ্দারি,
কোন ধনে তুমি ধনী!
মোহর খোলা মেহের পেলে
চিরঋণীও হয় ধনী!
রচনা: শাহজাদপুর, ১৪ মে '২০১৮ খ্রি. সোমবার, ০৮:১৫ পুর্বাহ্ন।