গগনের ধনে গাঙে ভেসেছে
পারেরি ভেলার মেলা বসেছে,
তটিনীর কূলে প্রভাতে খুঁজিলে
হেথা মেলেনা পারেরি ভেলা,
বুঝি হেলায় উঠিলো বেলা !
অভাগা জনের জনম বিফলে
নদী চাঁদে মিলে অবেলায় ভাসিলে,
ঝলোমলো ঢেউ খেলেনা গারদে
টলোমলো শশী জ্বলেনা মণিতে !
ব্যাকুল হয়ে মিছেই ভাবিছো আপনো মনে
দু'কূলে একুনে একাই ছুঁটলে ভেলারি পানে,
মেহের করেছো ধন্য চাঁদে ধরা পেয়েছে আলো
মেহের করে পারের ভেলায় মেরো পার করিও!
শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৮ জুলাই '২০১৮ খ্রিষ্টাব্দ, রোববার, ১১:৫১পুর্বাহ্ন।