ঝড় উঠেছে তপ্ত বায়ু
ঝরছে বারির বাজ,
বাজছে বেসুরে মোহন বাঁশি
অশ্রু ঝরায় বাঁশ !
টুকরী কুলা খালই ঝুড়ি
খাম খুটিরই কাজে,
শিল্পী সাজায় নানান সাজে
সার বাঁশেরই আঁশ চেঁছে!
কাঠুরিয়ায় কুঠার মাঝে
হাতল বসায় বাঁশের,
সেই কুঠারেই করছে সাবার
জাত ভায়েরই ঝাড়ের বাঁশ!
ভবোপারের বাঁশ বাগিচায়
হরেক জাতের বাঁশ,
তরলা বাঁশের বাঁশি ভাবে
সবার সেরা সে জাত !
জাত বেজাতের অহমিকায়
বাঁশের বাঁশি করছে বাড়ই,
ভবের বাঁশি একলা অচল, তবুও
বাসুরিয়া চিনলো না!
রচনা: শাহজাদপুর, ২৯ এপ্রিল '২০১৮ খ্রিঃ, রোববার, ০৪ঃ৩৯ অপরাহ্ন!