কিছুই করা হয়নি,
তুমি আর তোমাদের জন্য;
রাজ্যের আধার আমার চারপাশ জুড়ে,
আকাশচুম্বী অট্টালিকা করা হয়নি ;
অথচ আকাশ পানে দু'চোখ এই ক্ষণে।
অনেক আগেই গত হয়েছে প্রাণ,
শুধু শরীরময় তিরস্কার এখানে লুটিয়ে;
পাপ মুক্তির আশায় শেষ রজনীতে,
সাদা চাদরে মোড়া এক অনন্য আমি।
ভালই লাগছে....!!
কাক ডাকা ভোরে সৎকারের আয়োজনে,
কত আগন্তুক আর পরিচিতদের ব্যস্ততা;
অনেকের চোখের কোনে জল আমার স্মৃতিতে।
শেষ সাক্ষাতে তোলা হলো কাঠের উষ্ণ মঞ্চে,
তোমাদের জন্য নিরব চাহনির পর,
কালো ধোঁয়া হয়ে মিলিয়ে গেলাম-
আকাশ ভারী করে বহুদূর ওপারে।