আমি শীতল হবো,
আমি তন্দ্রা যাবো!
তুমি ও তোমরা ডেকো না আমায়,
এই শ্রান্ত বেলায়;
সময় গেছে থেমে ক্লান্ত ভেলায় /
আমি তন্দ্রা যাবো,
তন্দ্রাময় চোখ খুলবে না এই শীতলতায় /
ভুল হিসেবে,শুদ্ধ সমীকরণে,
শীতলতা ছুঁয়েছে শত আমরণে;
আমি শুদ্ধ হবো যত হিসেবে,
উষ্ণ জলে হবো পরিশুদ্ধ /
তুমি ও তোমরা ডেকো না আমায়,
নোনা অশ্রুজলে ঘিরে প্রার্থনায় /
আমি শীতল হবো,
শুভ্রতায় মোড়াবো!
তুমি ও তোমারা ডেকো না আমায়,
এই বেলা অবেলায়;
শীতল আমি দাঁড়াবো আবার,
অষ্টপদে ভর করে;
হাঁটবো আমি তন্দ্রা চোখে,
তোমাদের কাঁধে ভর করে;
বিষম ভার,এই
নিশ্চুপ অবসাদের চারু লতায় /
আমি তন্দ্রা যাবো,শীতল হবো,
রুদ্ধ দ্বারে উষ্ণ হবো;
শত আক্ষেপে ক্ষিপ্ত হবো,
স্নেহ মমতায় সিক্ত হবো;
রক্তাক্ত হবো,স্তব্ধ হবো শীতলতায় /