রমণী, আমাকে দেখে উদ্বেলিত হবার কিছুই নেই, ভালবাসার নতুন কুড়ি অনেক আগেই বিলিয়ে দিয়েছি, তোমার পূর্বের কাউকে;
তুমি চোখ সরাতে পার।

আমার বুকে রোদ পরে না,এখানে নতুন করে জন্মাবার কিছুই নেই,তপ্ত রোদে পুরটাই ছাই মাত্র।

তুমি আমার দেহে পা মারাতে পার,এখানে শুকনো পাতার ভঙুর শব্দ তোমার কানে আসবে।

রমণী, তোমাকে দেবার মত আমার কাছে কিছুই নেই...।