তোমার এই প্রস্থান,
হয়তবা আমার কাম্য নয়;
তবুও দু'নয়নের দিকে তাকিয়ে,
নির্বাক হয়ে অশ্রু ঝরাতে হয়েছে /
বলা হয়নি তখনও,
মনের কিছু অব্যক্ত কথা;
সুপ্ত কিছু নীরবতা /
পরিস্ফুটিত হয়নি তখনও,
আমার নিদ্রিত যৌবন /
তোমার চোখের দিকে তাকিয়ে,
বুঝাতে পারিনি তোমায়;
কি একটা ব্যাকুলতা,
তোমাকে পাবার /
আমাকে ঘিরে ধরছে তাই,
চতুর্দিকের সহস্র জঞ্জাল /
তবুও তোমার প্রস্থান,
আমার কাম্য নয় /