আমি অতিষ্ঠ যথেষ্ট,
দিক বেদিক সংগাহীন /
তারা আসে দল বেঁধে,
দলে দলে একসাথে;
সিং দুটো নাড়িয়ে,এন্টেনা লাগিয়ে-
চোখ পাকিয়ে বড় করে,
তারা আসে একসাথে;
এক নয় দুই নয় হাজারে হাজার /
গুড় মিষ্টি ছানা,
কিছুতেই নেই মানা,
সবেতেই দেয় হানা;
একসাথে দল বেঁধে নিমিষেই সাবাড় /
লাল কালো বাহারি,
ছোট বড় মাঝারী,
জাত-ও তাদের বাহারি-
ঘরোয়া কিংবা পাহাড়ি,
তারা আসে একসাথে;
ছয় পা নাচিয়ে কোমর দুলিয়ে /
আমি অতিষ্ঠ যথেষ্ট,
দিক বেদিক সংগাহীন /