গ্রীস্মের রোদেলা তপ্ত দুপুরে,
এক সারি হাসের,
পুকুরের জলে ভেসে থাকা;
আর,সাদা বকের হিংস্র দু'চোখ,
স্বচ্ছ জলের ওপাশে,
শিকারের প্রত্যাশায় /
কিংবা
শীত শুষ্ক উদাস দুপুরে,
ঝরা পাতায়,
রোদের অগোছালো খেলে যাওয়া;
আর,সবুজ বৃক্ষে,
সমস্ত নতুনেরা,
অবিরাম দোলের অপেক্ষায় /
এমনি কোন এক দুপুরে,
আমার দু'চোখের দৃষ্টি,
তোমার সাদা-মাটা,
প্রাকৃতিক কারুকার্য খচিত তরুলতায় /
তোমার দু'চোখের পাতা,
কেঁপে কেঁপে যেন,
শঙ্খচিলকে আরও,
পরিশ্রমী করে তোলে /
তোমার কপালে লাল টিপ,
আর অঙ্গে জড়ানো;
রক্তিম সূর্য থেকে ছিনিয়ে আনা,
একটুকরো রক্তিমতার আস্তরন /