অরন্যৈত্রী,তোমার জন্য গত পঁচিশ প্রহর,
একটা রক্তিম গোলাপ জমা আছে-
আমার বুক পকেটে;
শুভ্র শার্টের বুক পকেটে জমা আছে-
তোমায় দেব বলে।
তোমার মনে পড়ে,এখানটাতেই তুমি প্রথম ছুঁয়ে ছিলে,
ছুঁয়ে ছিলে পরম আপনে।
অনেক যতনে পুষে রেখেছি,সেই ভালবাসা বুকের ভেতর জড়িয়ে।
অনেক শ্রমে,অনেক ঘামে ভেজা গোলাপ;
রক্তিম গোলাপ তোমার জন্যে।
যেখানে আমার সুবাস জন্ম দিবে-
ভালবাসা নতুন করে,এই প্রহরে।
যেখানে তুমি পাশে নেই,আছো শ'ক্রোশ দূর-
তবুও যেন মনের কাছে।