শান্তি, মনে আছে তুমি এসেছিলে প্রথম কবে?
জন্মের পর মায়ের মুখ দেখেছিলাম যবে।          
শরীরের বাঁধন না থেকেও যখন বুঝেছি আমার বাবা কে?
সেদিনও এসেছিলে শান্তি, জড়িয়ে ছিলে আমাকে।
নানীর তেল মাখা যতনে, খালামুনি মামার আদরে-
শান্তি মিশে ছিলে স্নেহ মায়া মুড়ানো চাদরে।
শীতের রাতে কুয়াশা তলে শান্তি এসেছিলে,
দাদার আদরে জড়ানো চাদর তলে।
ফুম্মার স্নেহের সাগরে মিষ্টি আদরে,
এসেছিলে শান্তি আবার অনাবিল আবদারে।
দুই ভাইয়ের দুই পরশে দু বার,
শান্তি তুমি এসেছিলে জীবনে আবার।
প্রথম দেখায় প্রথম প্রেমের প্রথম চাওয়া,
শান্তি তোমায় জীবনে আবার ফিরে পাওয়া।
তোমায় দেখেছি শান্তি আমি জীবন মাঝে,
আমার রোজ স্বপ্নে বধুর সাজে।
এবার আমার অংশ হয়ে আমারি কোলে,
এ যে দেখি মধুর হাসিতে শান্তি দোলে!
অনেকদিন হয় শান্তি দেখিনা তোমায়!
সেই কবে ছেড়েছ -ফিড়ে দেখনা আমায়।
শান্তি, তোমায় খুঁজি আকাশের নীলিমায় - নিশিথের আধারে -
সবুজ পাহাড়ের তলে শীতল ঝিলের ওপাড়ে।
হঠাৎ আবার প্রাণে পেলাম ফিরে,
শান্তিকে প্রেয়সী তোমায় ঘীরে।
পেয়ে হাড়ানো যায়না মানা,
না হোক সেটা ষোল আনা।