আমার চোখে পৃথিবীটা ঐ
ঝরা পাতার বৃক্ষের মত,
পুরোনোকে সে ফেলেছে ঝেড়ে
নতুনেরে সে বরণে রত।
পুরোনো সব করেছে ত্যাগ,
নিভেছে সবি পুরোনো বাতি;
নতুনেরা ঐ জ্বাললো আলো
আবার এলো নব প্রভাতি।
যাকিছু আজ হয়েছে শেষ
সর্ব গ্রাসিনী পৃথিবী মাঝে,
তাদের শানে ধ্বনিত হত
ঐ জয়গান পৃথিবী মাঝে।
এখন যারা নতুন সব
করে উল্লাসে ভারী বাতাস,
আগামীতে ঐ পুরোনো হবে
ছাড়বে বুকে জমা নিশ্বাস।
আমিও আজ নবীনের দলে
মিলে-মিশেছি আনন্দে বেশ,
জীবনের সূর্য লাল হলেই
হব পুরোনো; হব নিঃশেষ।
তখন আমি হারিয়ে যাব
অন্তরে নিয়ে জমানো ক্ষত,
পৃথিবীটা ঐ ঝেড়ে ফেলবে
আমায় সেই বৃক্ষের মতো!