আকাশে আজ উড়ছে হাজারো শকুন
চারিদিকে দাউ দাউ জ্বলছে আগুন ;
ব্যস্ত শহরে চলছিলো যত প্রাণের কলরব
পুড়ে ছাই হয়ে গেছে— থেমে গেছে সব।
শোন ঐ কাঁদছে সবে ; মনের দুয়ার কেন বন্ধ?
পাওনি কী বাতাসে ভাসা মানুষ পোড়া গন্ধ।
পুড়ে গেছে জীবন, পুরে গেছে সংসার
পুড়ে গেছে আশা, স্বপ্ন হয়েছে ছারখার।
যত রঙে আঁকা ছিলো জীবন হাজারে হাজার
পুড়ে সব কালো রঙে ছেয়ে গেছে মৃত্যুপুরি চকবাজার।