আমার ঘরখানি দক্ষিণ মুখি
জানালা দুটি খুলে দেই প্রভাতে;
দক্ষিণা বাতাসে রোজ ভেসে আসে
শিউলি, বেলী, গোলাপ, চামেলী —
আরো কতো ফুলের ঘ্রাণ,
আরো ঘরে ভরে উঠে রবির কিরণ।
আমি ফুল ভালোবাসি তবে জবা নয়।
তবু কেন ঘরের উত্তর কোণের
জংলী জবায় কিসের এতো মায়া,
কেন তার পাণে এ অপলক চাওয়া?
তার টকটকে লাল রঙের ফুল যেন
আমার ক্ষত-বিক্ষত রক্তাক্ত হৃদয়;
দক্ষিণের জানালায় কতো ফুল আমায় ডাকে,
তবু কেন উত্তরের জবায় চোখ লেগে থাকে?
দোটানায় দক্ষিণে দেহ উত্তরে হৃদয়—পরে রয়
কেন তারে চেয়ে বারে বারে—এমন মনে হয়?