আমি হারিয়েছি নিজেকে—
অশান্ত যমুনার তীরে,
উৎসব রত গাংচিল আর
সহস্র ঊর্মির ভীড়ে।
আমি হারিয়েছি নিজেকে—
গজনীর ছায়াময় প্রান্তরে,
সবুজে ঢাকা পাহাড় শ্রেণী
আজো ডাকে অন্তরে।
আমি হারিয়েছি নিজেকে —
এ বাংলার রাজপথে,
শ্লোগানে-শ্লোগানে চেপেছি
স্বাধিকার আদায়ের রথে।
আমি হারিয়েছি নিজেকে —
ঊর্ধ্বস্থ শৈলের শিরে,
যেখানে শুভ্র মেঘেরা
আমাকে থাকে ঘিরে।
আমি হারিয়েছি নিজেকে —
কৃষ্ণচুড়ার ডালে-ডালে,
জীবনের রঙ খুঁজেছিলাম
কোন এক কালে।
আমি হারিয়েছি নিজেকে —
প্রসর সরসীর জলে,
নীরবে নিজ প্রতিবিম্ব
আমাকে কত কিছু বলে।