একুশে ফেব্রুয়ারি বাংলার ইতিহাসে--
তাজা রক্তের দাগে লেগে আছে,
বাঙালির চিন্তা - চেতনা ও মননে
তাই বছর ঘুরে বারবার ফিরে আসে।
সে রক্তের দাগ আজো মুছেনি
বাঙালি হৃদয়ের সাদা পাতা থেকে,
তাইতো আজো জন্ম - জন্মান্তরে -
সেই রক্তের ঋণ কভু ভুলিনি।
আজো সেই শহীদের আর্তনাদে
কেঁপে উঠে হৃদয় রোজ প্রভাতে,
ছেলে হারা মায়ের অশ্রু জলে-
আজো কোটি বাঙালির প্রাণ কাঁদে।
তোমরা যারা ভাষার জন্য দিয়েছিলে প্রাণ,
ভুলিনাই মোরা ; তোমাদের জানাই সম্মান।
জীবন দিয়ে রেখেছ তোমরা মাতৃভাষার মাণ
আজো তাই গেয়ে যাই মোরা একুশের গান।