আজ তোকে মুক্ত করে দিলাম
খুলে দিলাম খাঁচা,
জীবনের সব রঙ শুষে নিয়ে
তুই নিজেকে বাঁচা।
বিষের জলে যে সুখ তুই
পুড়ে হলি ছাই,
আঁখির তলে অশ্রু জলে
আজ নিজেকে হারাই।
ঊষা লগ্নে দেখা স্বপ্ন আমার
মধ্যাহ্নে ভেঙ্গে চুরমার,
আশার প্রদীপ নিভে ছেয়েছে আঁধার
থেমেছে জীবন পারাপার।
তোর মাঝেই আমার আমি
চিরকাল বন্দি রবে,
এ দেহের ভস্ম ফসিল ছেড়ে
প্রাণ মরবে কবে?