অনুভব
শিশির খান
প্রিয়তমা, জানি বিভোর হয়ে আছো সুখ নিদ্রায়;
আমি জেগে আছি এখনো চোখ বুজিনি তন্দ্রায়।
চারিদিকে থেমে গেছে জীবনের সব কোলাহল
শুধু মেঘ হীন আকাশে জ্বলছে তারার দল,
জানি হয়তো বা তুমি আমায় দেখছ স্বপনে
আমি জেগে-জেগে নেশাতুর চোখে দেখছি তোমার ছবি গোপনে।
এই নিশ্চুপ পৃথিবীর আকাশে বাতাসে একটি ধ্বনি-
গাছে-বনেতে, জলে-নদীতে, ধুলো-মাটিতে সেই কথাই কানাকানি;
আমি কতোটা ভালবাসি তোমায়;
রেখেছি কতোটা আদর জমায়;
কতো স্বপ্ন তোমায় নিয়ে দেখেছি দু'চোখ ভরে;
এই কথাই বলছি একাই সারাটি রাত ধরে।
তোমার কথাই, তোমার স্বর প্রাণেতে বাজে অবিরত;
দিন চলে গেছে, রাতও যায় বুঝি হয়ে গতো।
এখনো হয়নি তোমায় পুরোটা ভালবাসা,
আরো ভালবাসতে চাই এটাই মনে আশা!
এভাবেই যদি চলতে থাকে দিন রাতের পালা
ফুড়াবেনা কভু তোমার আমার ভালবাসার বেলা।