বিষাদময় পৃথিবীতে আমি এক প্রাণ
শিশির খান
আমার মনে ভীষণ অসুখ করেছে
প্রাতরাশের ভোজন যেনো বিষাদের থালা,
চোখের পাতারা একে অন্যের সাথে
নিয়েছে আড়ি— তাইতো নিশিভোর চোখ খোলা।
আঙিনার বনফুল গুলো আজকাল
আমায় আর মোহিত করে না,
রমণীর খোলা চুলের উন্মাদনা আর
আমায় সম্মোহিত করে না।
আজকাল হৃদয়কে ঘিরে বুকের খাঁচায়
অশান্তির আবহাওয়া বিরাজ করে;
হৃদয় জুড়ে জাগে শুধু অতৃপ্ত প্রেম তৃষ্ণা,
মনের অসুখে আবেগ গুলো গুমরে মরে।
গোধুলীর অন্তপ্রাণ সূর্যটাও আজকাল
ভীষণ উত্তপ্ত ও অসহিষ্ণু মনে হয়,
আঁধারে আলো চাই —খুঁজি আকাশের শূণ্যতায়
হঠাৎ মনে হয় আলোতে অজানা ভয়৷
ভর জ্যোৎস্নায় যখন আমায় অমাবস্যা ঘিরে আসে
তখন বেশ বুঝতে পারি; কে যেনো কয় —
তোমার মনে ঘোর অসুখ করেছে,
স্বর্গের এ পৃথিবীও আজ তাই নরকময়।