এই আছি বেশ আছি
সাদা-কালো জীবনটায়
মাঝে মাঝে সুখ খুঁজি
হাতে লেখা কবিতায়।
এই আছি বেশ আছি
আশার ধুসর ছায়াতলে,
মরুভূমির বর্ষা হয়ে যদি
সুখের বরফ গলে।
এই আছি বেশ আছি
গোলাকার ফ্রেমেবন্দী,
সাদাকালোর বলয় মাঝে
নেই কোন অভিসন্ধি।
এই আছি বেশ আছি
চোখ বুজেছি ভয়ে,
স্বপ্ন দেখার অপরাধে
জীবন যাবে ক্ষয়ে।
এই আছি বেশ আছি
নারদ নদের পাড়ে,
এই শহরে দিনে রাতে
ইচ্ছেরা কড়া নাড়ে।
এই আছি বেশ আছি
সাদাকালোয় মিলে,
শুধু স্বপ্নগুলো হারিয়ে গেলো
দূর দিগন্তের নীলে।