আহারে টাকা!
তুমি নরাধমকে করো নরপতি,
মিথ্যের মন্থর রথে বাড়াও গতি;
মূর্খ তোমার জ্ঞানে হয় মহাজ্ঞানী
জনে জনে ডেকে দেয় শুধু বাণী।
আহারে টাকা!
তোমার দানে কেহ দম্ভ শুধু কেনে
বিত্তবানকেই শুধু মানুষ বলে চেনে;
তোমার দানে মন্দরা ভবে মহা সম্মানী
মুকুটহীন হয়েও তারা রাজা আর রাণী।
আহারে টাকা!
প্রেমহীনেও তোমার দয়ায় প্রিয়তমা মেলে
হৃদয়হীনার মুখেও পতি প্রেম খেলে।
মূর্তি নাকি মুখ খোলে তোমার দর্শনে
কথিত সুখ মেলে শুনি তোমার অর্জনে।
আহারে টাকা!
তোমারে লভিতে সবে করে হানাহানি
সবাই সাজে সর্বেসর্বা, কার কথা মানি?
তোমারে লভিতে কেহ করে রাজনীতি
জনদরদিও তোমার তরে করে দুর্নীতি।