যে জল নিরন্তর প্রবাহে ছায়পথ বাঁক নেয়।
সেই আমার ফরাসী নদী।
মানুষের কলতান উৎসব হয়ে গেলে
আমি সেই জলে বহু বর্ণ খুঁজি।
বাসকিং এর গিটার উদ্দাম স্বরে
যৌবন নিয়ে আসে রাত্রি দিন।
যুবতী নদী নট্রেদাম পেরিয়ে বয়ে যায় বহু দূর।
ওকে বাঁধে কার সাধ্য?
অবাধ্য চপলা ছন্দে মাতোয়ারা দুই চর।
মনে পরে এমনই এক ফরাসী নদীর ধারে
সাবেক বাড়ি। আমার দেশ। স্টান্ড রোড। চন্দননগর।
অপরাহ্ণের বিকীর্ণ রোদে অবকাশের মূল্য চুকিয়ে
ফিরে যায় পরিযায়ী পাখি।
আমার ফরাসী নদী একাকী পলি বুকে
জমিয়ে রাখে গল্প সকল
সুখ দুঃখ তার চির সাথী।
যখন রাত নেমে আসে।
ক্রমশ উজ্জ্বল হয় উলম্ব আইফেল।
তখন দুরন্ত সেইন অন্ধকারের আভা
মাখে গায়ে। বোহেমিয়ান উদ্বাস্তুর দল আশ্রয়
খোঁজে ঘর না পাওয়া বাদুরের মত।
যুবতী সেইন, আমার ফরাসী নদী
'মা' হয়।
কিছু যন্ত্রণার তখনও লেনদেন হয়
আনন্দের বিনিময়।