জন ডেনভার আকাশের দিকে শেষ চুম্বন ছুড়ে
ঢুকে গেলেন বিমানের ককপিটে।
শান্ত কলরাডো বিকেলের হেমন্তে
তখন পাতা স্নানে। মগ্ন তরুণীর মত।
রুক্ষ ঘাসের বুকে বৃদ্ধ ম্যাপেল পাতার
মৃত্যু বাসর। যত্নে সাজানো।
ডেনভারের বিমানের চাকা
ঝুঁকে থাকে নিরন্তর।
নরম সূর্য স্নানে দুই
ডানা মেলে উড়ে যাবে
পৃথিবীর বুক চিরে।
এভাবেই কিছু শব্দ ইতিহাসের
মুখ দেখে ফিরে এসেছিল।
বেদুইন রাত কেঁদেছিল
এক বুক দুঃখ নিয়ে।
সারা রাত তার পাশে
জেগে থাকে 'রকি মাউন্টেন'
আর ছায়াপথ।
'মনটেরে বে' তে পাশ ফেরে
বিষণ্ণ দুপুর।
হাওয়ার স্তব্ধতায়
স্থবির সময়ের দিগন্ত রেখা।
মিশে যাচ্ছে সব চেনা সুর।
ঘুমন্ত গিটার বুকে জড়িয়ে
ক্লান্ত ডেনভার। স্বপ্ন দেখছেন।
কিভাবে সারা জীবন
মুগ্ধতায় কেটে যাবে।
কিভাবে মাটিতে শুয়ে থাকবে
স্বপ্নের ‘জেট প্লেন‘
ভাঙা খাঁচার মত
পাষাণের নির্মম বুকে।