যাকে স্পর্শ করা যায় না
তাকে অনুভবে রেখো..
ব্যথা পেলে জেনো, ভালোবাসা ছিলো।
সন্তানের জন্ম দিতে গিয়ে তুমি যন্ত্রণায় কাতর।
পদ্মের নালি খসিয়ে অপরূপা হয়ে উঠেছিলে।
কি ভীষণ কারুকার্য। আকাশের মেঘ নেমে
এসেছিল পদ্ম বনে।
চারপাশ সুরভিত আতর।
দিনের আলোয় স্নেহ মাখা রোদ
দু হাত তুলে আলিঙ্গন করছে তোমায়।
উষ্ণতার চুম্বন এঁকেছে কপালে।
প্রতিবেশী দের সাদর আনাগোনা
উজ্জ্বল দরজায় দরজায়।
বাড়ির পাশে ঘাস বনে জেগেছে
হাওয়ার উৎসব।
চোখ বন্ধ কর।
দেখো তাকে।
যে শিশু ভুমিষ্ট হল এই মাত্র,
সে বেদনাকে সুখ দিতে চায়।
তুমি মুখ তুলে দেখো তাকে।
তুমি চোখ মেলে দেখো তাকে।
ঘরে ভেসে যায় সদ্য জাত সুবাস।
কানে শোনো নব জন্মের গান।
তোমার কোল আলো করে এলো তখন
অমৃতের সন্তান।