আমাদের গল্প বলার কেউ নেই।
আমাদের অল্প শোনা রাজার মত তোমার কথা।
আমরা ঘুরিয়ে ফিরিয়ে আটকে গেছি সেই তোমাতেই।
আমাদের গল্প বলার কেউ নেই।
আমাদের চালশে চোখে বিরাট ছানি।
আমরা আতস কাঁচে ক্ষুদ্র চোখে তোমায় মাপি।
আমাদের দুঃখ ঘোচায় তেমন কোনও পথ দেখিনি।
আমরা স্বাধীনতার শেকল ভাঙার শব্দ শুনি।
আমরা সেই ইতিহাস মিথ্যে মানি।
গভীর রাতে বইয়ের পাতায়
তোমার চোখে ভারত দেখি।
আমরা তোমার মুখে আমার দেশের স্বপ্ন দেখি।
আমাদের গল্প বলার কেউ নেই।
আমাদের মিথ্যে বোঝায় সব কমিশন।
তোমার দেহে পোড়া দাগের
চিহ্ন খোঁজে ব্যর্থ মিশন।
আমরা লুকিয়ে রাখি সত্যি টা কে বুকের মাঝে।
আমাদের রক্তে আজাদ দেশের মাটির কান্না বাজে।
আমাদের শিকড় আছে অনেক নীচে সেই মাটিতেই।
আমাদের গল্প বলার কেউ নেই।
আমরা নেহাত ভদ্র গুছিয়ে জীবন সুখেই থাকি।
আমরা যত্ন করে সত্যি টা কে লুকিয়ে রাখি।
তোমার কথায় অঝোর ঝড়ে দেশ ভিজে যায়
যখন তখন বৃষ্টি নামে চোখের কোণায়।
আমরা বসে আছি আসবে তুমি সেই ভরসায়।
আমাদের শান্তনা দেয় এমন কোথাও কেউ নেই।
আমাদের ফিরে আসার গল্প বলার কেউ নেই।