আধ খানা চালে আমি দেখি দেশের মুখ।
চুরুলিয়ার গ্রাম মাটি ভরে নিয়ে আসে
বিষাদের চোখ।
দামাল সন্ধ্যে নামায় আজন্ম শোক।
সেই ছেলে একবার আয়। দুকলি গান লিখে যা।
সেই ছেলে একবার আয় বিদ্রোহের গান লিখে যা।
আধ খানা চালে আমি দেখি দেশের সুখ
জল বয়ে যায় আপন মনে তার সময় কোথায়?
শব্দ থামে। বিরাম নেয় লেখার পাতায়।
ভোরের আলোয় বহু দূর কবি, বহু দূর।
ঘুরে বেড়ায় আমার পাশে তোমার সুর।
একলা মানবজীবন।
কেমন দ্বীপে একলা কাটে?
বল কবি তুমি ছিলে সেই বিকেলে
তার পাশে।
আধ খানা চালে আমি দেখি তার মুখ।
সেই প্রাণ দুর্নিবার। কালবৈশাখীর মত্ত আঁধারে
হারানো এক যুগ।
আলুথালু চুলে চালায় মসি
জ্বালায় অগ্নিবীণা।
কলমে কলমে কাটুক ব্যথা।
ক্লান্তির পথ ঢেকে দিক মনের শূন্যতা।
আরো একবার নূপুরের ঝঙ্কার আরো একবার।
বৃষ্টির বিন্দুর মত সশব্দে মুছে দাও পৃথিবীর গ্লানি।
নেমে আসুক ছন্দ বান। মৃতকের উল্লাসে নয়
প্রাণের বন্ধনে উৎসব আসে জানি।