(১)
ঘটকালী করে কালো মেয়ের বিয়ে,
দায় মুক্ত বাবা।
পেতেছে পূজা র আসন।
আখ কদলী আর লক্ষ্মী পাঁচালি
সদ্য কেনা বাসনে ভেজানো চাল।
কনকাঞ্জলি দিতে গিয়ে মুখ ফিরিয়েছে মে।
বন্ধ চোখে লক্ষ্মী বিদায়ের পথে।
পনের টাকায় কেনা ধূপ আর উপচে পরা খৈ।
প্রসাদ বিলচ্ছে দেদার। অবহেলায়।
(২)
মাছ নিয়ে ছুটছে লোকাল ট্রেন
জানলার ধার ঘেঁষে ছুঁয়ে যায়
লোভী হাত।
এখানে ধূসর কিশোরী
বই থেকে শব্দ তুলে আনে সযত্নে
জল থেকে মাছ আর মাছ থেকে শব্দ
ছাপার অক্ষরে ধক করে জ্বলে ওঠে চোখ।
(৩)
তেরো টা পদ্মে সাজানো নৈবেদ্য
তেরো টা বছরেই অপাপবিদ্ধা সে।
ঠিক রাত বারোটায়
ছাদে উড়ে এসে বসবে পেঁচা।
কর্কশ প্রতিবাদে রঞ্জিত বিনোদোন
অসহায় অলক্ষ্মীদের করবে ঘরছাড়া।
ঠিক তখনি বেজে উঠবে শাঁখ।
পায়ের ছাপ ধরে আসবে লক্ষ্মী
আমার ঘরে!