কায়রোর পথ ধরে হাঁটছি আমি।
উন্নাসিক মুখাবয়বে অদ্ভুত স্থবিরতা।
এখানে শান্ত পাহাড়..
সুস্থির চোখে চেয়ে আছে,
আমার মুখে!
ঘৃণ্যতার সমীকরণ আঁকো আরেকবার
নেফারতিতি!!
তীব্র শিষে কান ভেদ করে
উড়ে যাক মৃত্যু পাখি।
দু হাতে খুলি নিয়ে নাচো তাণ্ডব
তাথৈ তাথৈ।
ঘৃণ্যতার সমীকরণ আঁকো
নেফারতিতি!!
দুর থেকে ছুটে এসে
বুক চেপে ধরে দুরন্ত বুলেট।
খোব্লানো ঠোঁটে
শুকিয়ে আছে অশক্ত চুম্বন!
প্রবল অপেক্ষায় আজও
মাথা নত শানিত চোখ।
প্রশ্নের ইঁট দিয়ে গাঁথা পিরামিড
এবার খোলো শেষ কফিন।
ঘৃণ্যতার সমীকরণ আঁকো
নেফারতিতি!
ঘৃণ্যতার সমীকরণ আঁকো।
আমি চাই না মিথ্যার সংলাপ।
আমি চাই না মায়াবী কলাপ।
খরার পথ ধরে হেঁটে যেতে চাই..
সামনে সাজানো থাকুক এক বুক শস্য!