দিনে দিনেই বদলে যায়, আদি কথার অনেক বাণী,
ভুল হয় সময়ের ব্যবধানে, পাল্টে যায় জীবন ধারা।
হেঁটেছি যে রাঙ্গামাটির মেঠো পথে, সেথা রাজপথ,
উলুই ভিটা রাজমহল, সবুজ ঢেকেছে বিষ রঙিনে।
কাছের জনই আপন ছিলো, সময়ে দেই দূরে ঠেলে,
সখা-সখি পরিজন, সবাই ঘরকোনে চলনে ব্যবধান।
অজানায় কত জনে, অনাহারে না বলা মৃত্যু ক্ষুধায়,
আদি ব্যাধি নতুন সাজে, কালশনি বিষাক্ত ছোবলে।
সাধথেকে সাধ্যহীন, শোধিত মানুষ গরিলা রূপান্তর,
কাারও বা, ধন আছে ধন ভাণ্ডারে, মনটা গেছে মরে
শেওলার মতই ভাসে, এঘাট সেঘাট ক্ষুধা নিবারণে,
অন্তর, জ্বলে পুড়ে পুড়েই খাক, বিবর্ণ ভাষাহীন মুখ।