একেকটা কবিতায় বিষাদের ছাপ, সূক্ষ্ম কারুকার্যে,
গোলাপ হাসি লুকিয়ে থাকা, বিষাক্ত কাঁটার আঘাত।
অন্তর দহনের নিঃশ্বাসে, চোখের জল বেরিয়ে আসে,
ভাপানো কষ্টের ভাপেই জন্ম, অক্ষর অক্ষরে গাঁথুনি।
প্রতি পৃষ্ঠায়'ই অতীত বর্তমান, আগামীও জাগ্রত হয়,
উঠে আসে সব- ভুল শুদ্ধতা, ব্যর্থতার কবিত্বের গল্পে।
কিছুটা খন্ডিত হয়, কিছু চিরদিন গোপনে'ই ব্যথা বয়,
একদিন মিশে যায়, চিরাচরিত মৃত্যু নামেরই অধ্যায়ে।
শতকোটি আয়ুর ভূমণ্ডলের, বিলিয়ন বিলিয়ন প্রাণীর,
সভ্যতার ইতিহাসে- ক'জনের পেয়েছি, নির্মল হাসিটুকু।
চলি- বহুরূপী সমাজ পাড়ায়, সভ্যতার আবরণে ঢেকে
কানে হাহাকার ভাসে, পূর্ণাঙ্ক স্বর্ন মহল থেকে কুটিরেও।