ঘর ভেঙেছে আশ্বিনের ঝড়ে,বাঁধিয়া ঘর ভালোবেসে রণে,
মন পুড়েছে চৈত্রের দাবানল,দেহ আছে বেঁচে রক্তের টানে।
বিনত মন- কেহ নাহি চায়,আলোড়িত মহিতল নীরব গগন,
শোনাই কারে দেখাই কারে,বুঝেনাতো কেউ অলক্ষ্য মরণ।
খেয়াঘাটে বারোমাসি সুখ-দুঃখ,আসে মাঝির কানে কানে,
শেখ চণ্ডাল রাজা মহারাজা,খেয়াপাড়ে মিলন দর্শন দর্পণে।
পাতি কান দূ'র- গাঁয়ে মন খেয়ালে,সুখ বয়ে যায় কুঞ্জবনে,
শোনা যায় হাহাকার অশ্লীল কবিতা,বেসে আসে দিনমানে।
সুখ কি-গো হয় ফুলশয্যায়?মন পুড়েছে চৈত্রে'র দাবানলে,
এই দিঘল ফেরারি দেহখানা,শুধু রক্তটানে ধীরে ধীরে চলে।
ফাল্গুনে আসে কত কবিতা,বিরহিত প্রেম আসে জ্বালাতনে,
ঘুম চোখে কাক ডাকা ভোর আসে,বেথিতো উদাস জীবনে।