আমি চলে গেছি বহুদূরে, আর ফিরবোনা এই পথে,
পুরোনো ঘটিবাটি, তোমাদের সঞ্চিত আমার যতো-
নীরস কথামালা উত্তপ্ত যন্ত্রণা, ঢেলে দাও এই- পথে,
আমার বিছানাও হোক অন্য কারো, নতুন প্রজন্মের।
কালের বিবর্তনে মুছে যাবে, যতো পাপ পূণ্যে হিসাব,
আমি ছিলাম এই পথে, ধূলা মাখা ক্রন্দন জবানিতে।
সুখ বিলাসে অতি নগণ্য কাঙাল, ছিলো ভালোবাসা,
পথই টেনেছে দুর্গম পথে, শত প্রয়াসেই বিফল সব'ই।
হিসাব কষেছি পদে পদে, ভুল মেপেছি অতি নির্জনে,
পথ হারানোর ছিলো ভয়, সর্বদাই অতন্দ্র মন গহীনে।
লেনাদেনা যা ছিলো সব পিছন পথে, এই- পথ শূন্যে,
মেনে নিতে হয় বিবর্তন ধারা, শগতো পুরুত্ব বিদ্যানে।