দাম্ভিকতা ভুলে একদিদ হবে, ভালোবাসার ফরিয়াদি,
গোলাপ পাপড়ি হারাবে, বেদনাপূর্ণ কৃষ্ণকলির রংয়ে।
বি- বিষাক্ত মধু’কর ঢেলে দিবে রসালো করবী নির্যাস,
অনন্তজ্বালা ফোঁটায়, ফোঁটায় রক্ত গড়াবে রোম কূপে।
বহুদূরে পথ ধারে, পলাশ তলে অকালে রাখাল বালক,
বৃষ্টির গান গাওয়া সন্যাস, যে ছিলো সে-কাল ফরিয়দী।
ধুলোমাখা পথে যেতে, যেতে শূন্যহাতে সত্ত্বার অহমিকা,
সদ্য ফোঁটা পলাশ, ইংগিতে ডাকে নব বসন্তের ছোঁয়ায়।
হারানো সুর হারানো সুখ, বুকে নিয়ে অতীতের বিলোপ,
কাহারে রাখিবে বাঁধিয়া, সময়ের কোঠার ঘরে অসময়ে।
গা- ধোয়া চৈতালি বৃষ্টি’র জলে- সলিল সমাধির খোঁজে,
চুপিসারে পালায় বাতাসের গতিপথে, সাগর অভি-মুখে।