দিনভর কত কল্পনা-জল্পনা, শঙ্কিত সংক্ৰামিত লোকক্ষয়ে,
ঘুম নেই দু'চোখের পাতায়, যাও আসে তাও ভাঙে দুঃস্বপ্নে।
কোথা যেন শুনি মৃত্যুর আর্তনাদ, কালো কেউটের ছোবল,
ঘরের বাহিরে কে...যেন ডাকে, রুগ্ন দেহে ভারাক্রান্ত কন্ঠে।
এক দণ্ড শান্তি নেই বাহির ভিতর, শঙ্কায় পুড়ে মন মালিন্য,
কে- যেন ভাগীদার যোগ হয়, মৃত্যুর মিছিলে লাশ সারিতে।
দুঃখে প্রান কাঁদে সর্বদা'ই, সবাই'তো আপন মানব কুলের,
অসময়ে ঝরা, যে ফুলের ঘ্রাণ হয়নি প্রসারিত ধরার বুকে।
চোখের জল শুকায় কণ্ঠনালী স্তব্ধ হয়, বুকও হয় রক্তাক্ত,
অতি কাছ থেকে জন্ম দেখেছি, মৃত্যু দেখেছি নিজ কোলে।
হাসি দেখেছি কষ্টের মাঝে,মৃত্যুর ক্রন্দন শুনেছি আপনের,
জন্মের আনন্দঘন বিলীন হয়, যখন কচি মুখ কফন ঢাকে।