তোমার ছটকা কথায়, অতি দুঃখেও হাসি পায়!
কথার ছলে পাথর নিংড়েও জল ঝরে বেদনায়।
হায় ঈশ্বর; তোমার সত্যি বলতে এতো কষ্ট কেন?
ভয় পাও কেন লিখতে ছেরা প্রেমেরই অনুলিপি।
ভাগ্য হয়েছে তোমাকে দেখতে অতি কাছ থেকে,
শুনেছি তোমার হৃদয় নিংড়ানো প্রেমের সংলাপ!
দেখেছি তোমার মায়া কান্না, চোখের জল ফোঁটা,
এখন পড়ছি; বিধুর প্রেম রঙে সাজানো ইতিহাস!
কি ছিলো প্রেমে বাহ্যিক দৃশ্যপট ছাড়া জীবনার্থে,
তোমার ছিলো খেলাঘর, সময়কে অতিক্রম করা।
তাই করেছো তুমি ফাঁকি দিয়েছো একটা জীবনে,
কলঙ্কে মুড়ে দিয়েছো আরও একটা জীবন গল্পে।
বেশ করেছো ভাবতে ভালো লাগে বাহ্; পার তুমি!
ভাগ্যিস সেদিন তুমি উড়িয়ে ছিলে মুক্তির সোপান।
বেঁচে গেলাম আমি, অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রবাহে,
তুমি রেসের ঘোড়ার মতো ছুটে চললে দেশ, দেশে।
সুখে’ই আছি; ভালোবাসায়’ই ঢেকেছি সব- কলঙ্ক!
তোমার কলঙ্কের প্রভাব একটুও আমায় কাঁদায়নি।
বরঞ্চ হাসি পায়... অতীতের স্মৃতির গহ্বরে সাঁতরে,
জেনে রেখো ছলনায় সুখ নেই, ভালোবাসায়’ই সুখ।