সুজন মাঝি এখনো পথ চেয়ে থাকে, সে...আসবে,
অভুক্ত নির্ঘুমে বৈঠা হাতে, ক্লান্তিহীনা গলুইয়ে বসে।
যায়...সারাবেলা পথ চেয়ে, যতদূর চোখের সীমানা,
রাতের আধাঁরে লন্ঠন জ্বলে, ছইয়ের ছোট মাস্তুলে।
সে...আসবে হাঁপাতে হাঁপাতে, ক্লান্ত করুণার চোখে,
এলোকেশে ক্ষুধার্ত আর্তনাদ, চিৎকার করে বলবে।
সুজন মাঝি... আমি- ফিরে এসেছি...আমি এসেছি,
এই- দেখ! স্নিগ্ধ আলো মেখেছি, তোমার সারাগায়ে।
ভালোবাসার অপেক্ষার প্রহর, স্বপ্নরাজ্য বড় মধুময়,
স্বপ্নে'র গোরে-ই কেটে যায়, কালো কেশও সাদা হয়।
তবুও সুজন মাঝির অপেক্ষার, নিশুতি ভোর হয় না,
আর...মাখাও হয় না, ভোরের স্নিগ্ধ রোদেলা আলো।