সেকেন্ডের স্মৃতি তাড়া করে, চোখের প্রতি পলকে পলকে,
হঠাৎ চমকে উঠি আধো ঘুমে, জাগ্রত একাকী নিঃসঙ্গতায়।
বৃষ্টিভেজা মাঠ শীতল আগুন, জ্বলে উঠে লেলিহান শিখায়,
থেমে যাওয়া রেসের খ্যাপা ঘোড়া, আজ দিন বদলের পালা।
উত্তাল নদী গর্ভে পলির আবরণ, জমে জমে কঠিন শীলায়,
ঘোলাটে জল অন্ধকার জগৎ, শঙ্কিতে জীবন সর্বনাশী ভয়।
বসিত জঞ্জাল অষ্ট ঘাটে, নন্নড়ে অধ্যায়ের কলঙ্কিত উপাধি,
নদীর প্রার্থনা! বৃষ্টির জল পাহাড়ের ঢল বায়ুপথে জলপ্রবাহ।
রক্তস্রাব বুকের পাঁজরে, নোনাজল পলকের গহীনেই মিশে,
ব্যথার বহিঃপ্রকাশ সেকেন্ড গতিতে, হটাৎ স্মৃতি নেচে উঠে।
ভুলে যাই নিহত সুখ বাস্তবতা, গা ভাসে উৎকণ্ঠার রসায়নে,
পরিচয় মিশে শক্ত মাটির আবরণে, সেকেন্ডে স্তম্ভিত জবান।