তোমার বিদায় বেলা, মালতী ফুঁটে ছিলো রাঙা হাসিতে,
মুয়াজ্জিন ফুঁকে ছিলো আজানে’র ধ্বনি, ছুঁই ছুঁই সন্ধ্যা।
আকাশ পানে ধূপের ধোঁয়া, সন্ধ্যার আরতী মঙ্গল ধ্বনি,
শিশুর দখলে মা’য়ের কোল, ঘরে ঘরে প্রদীপের আলো।
তখনো নিঁখুত বন্ধনে দুই হাত, নিস্তব্ধ পাখির কোলাহল,
পায়ে পায়ে সময় যায়,তুমি ঘর ছেড়ে পশ্চিম রাজপথে।
মুঠোর বাঁধন খুলে যায়,থর,থরে কেঁপে উঠে বুক গহিনে,
তোমার বিদায়ী অন্তর দহন,রাহুগ্রাস পূর্ণিমা চাঁদ বদনে।
তুমি আটকে গেলে, রাজপথের জীবন নামের যানজটে,
ভালোবাসাও পিষ্ট হয়, কংক্রিটের রঙিন দেয়াল চাপায়।
আমার নামটা জমা হলো,তোমার হৃদয়ে কালো লিস্টে,
ভোর হয় সন্ধ্যা নামে,কল্পনায় ভাসি সেদিনের স্মৃতিতে।