এই- শরৎ ভোরে, সোনালী রোদ শিশিরে ভেজা ঘাস,
ঝরে পড়া শিউলী, হলুদ বোটায় সাজিয়েছে মৃত্তিকা।
উত্তরী হাওয়া শীতের আগমনে, গায়ে শিহরণ তোলা,
নৈসর্গিক মোহিত, শান্ত স্বভাবের রূপে প্রাণ দোলায়।
সেই হাসি মাখা কোমল হাত, ফুল কুড়ানো শিশুকাল,
সোনালী অতীত ফিরে আসে! ভুল করে ভুলে যাওয়া।
ভাঙা ভাঙা বোল কতনা মিথ্যার ছল, খেলাঘর ভেঙে,
ঘরে ফেরা ধুলোমাখা মায়ের কোল, দীপ জ্বালা সন্ধ্যা।
চলে গেছে সেই চির চেনা ঘাসের ঘ্রাণ, মৃত্তিকার খেলা,
ফুলের রংয়ে কপালে চন্দন মাখা,পায়ে রঙিন আলতা।
গলায় পরিয়ে দেওয়া বকুল মালা, হারিয়েছে সেই কবে,
সাদাকালো জীবনে এখনো বেঁচে আছি, রঙিন ছোঁয়ায়।