সাংবাদিক কবি লেখক, আউল বাউল নিঁখুত প্রকাশক,
সংখ্যালঘু সাধু-সন্যাসী, স্বাধীন চেতনাধারী জেলে যায়।
হয় অপমানিত লাঞ্ছিত, স্বাধীন মাতৃভাষার মত প্রকাশে,
রক্তঝরে খুন হয়, অন্ধকারে দেশ ছাড়ে পালিয়ে বেড়ায়।
ছিন্নমূল থেকে তুলে আনা,দেশ রত্ন ছাপে পত্রিকা পাতা,
ভুলত্রুটি সংশোধিত,কলমের ডগায় নিঁখুত হাতে শোভা।
আউল বাউল সুরে দেশের গান, চায় মানবিক অধীকার,
সাধু সন্যাসীগন পথ ঘাট ঘুরে,খুঁজে সত্য পথের দিশারি।
গল্প কবিতা প্রেমপ্রীতি ভালবাসা, মুছে যাওয়া ইতিহাস,
উদবেলিত আনন্দ বেদনার নোনাজল, কষ্ট লাঘবে মন।
বাউল গানে হাততালি, সন্ন্যাসীর গাঢ়কথা পথের দিশা,
তাঁরা আজ জেলে,নেই কোন প্রতিবাদ কেন নীরব সবে।