সে চায় সর্বদাই তার থাকি, সমক্ষ স্মরণেই অষ্টপ্রহর,
ফিসফিসে কথা হোক, হোক খুনসুটি ক্ষণিক পর পর।
ফিরে পাক ব্যাকুলতার খেলাঘর, মনঘরে সেই প্রশান্তি,
আমি তার সে- আমার, স্বার্থহীনা নিষ্কন্টক ভালোবাসা।
নিহিত অভি-প্রায়, চপলেই জাগ্রত আকুলে উপস্থাপন,
আশ্বিন রোদ বেগুনি রঙ, জ্বলন্ত ঝলসানো ইলিশ ঘ্রাণ।
নলখাগড়া নূয়ে পরা জলস্রোত, বাবুই পাখির নীলচোখ,
পিয়াসিত কন্ঠনালী ঝাপসা স্বপ্ন, পণঘাটের জল ফোঁটা।
যোগ সাধনে পূর্ণের অবসান, বিয়োগ হওয়া প্রকটলীলা,
প্রজাতির রঙিন পাখা, পেখম মেলা ময়ূরী শাড়ী আঁচল।
গাবফুলের মালাবদল, বাহারী পাতার অকৃত্রিম সংসার,
টইটম্বুর জলাশয় বিয়োগ হওয়া, আশ্বিনে কি যোগ- হয়।