অবিদিত সান্নিধ্যে'ই, হৃদয়ের বদ্ধ কুঠুরি আলোকিত,
তোমারই মৃদু ঝড়ে শিহরিত, বেষ্টনীর প্রতিটি শলাকা।
নড়বড় জীর্ণ কুঠুরি, অনাদিকাল ছিলো জঞ্জাল ভরা,
দোলিয়া আজি জঞ্জাল, সেযে পথ খোঁজে পালাবার।
চৌচির জমি কত চেয়েছে, বৃষ্টিজল গগন পানে চেয়ে,
দেবে দেবে বলে, সে ছলনায় গড়িয়েছে অগনতিকাল।
অমানিশা যায় পূর্ণিমা আসে, বৃষ্টি আসে এক তিথিতে,
আঙিনা'র পাশে ঘুমন্ত ফণীমনসা, বৃষ্টির জলে উর্বশী।
জৈষ্ঠ চিতল রোদে হৃদয় জেগে উঠে, কাজরি সঙ্গীতে,
সমতলে পদচলে বিহু নিত্যে, সৃষ্টি নেশারি ঘোরে পরে।
স্রোত ভুলা নদী দিগন্ত পাড়ি দেয়, আজি থইথই জলে,
ভাবনা'র কত রাত মনেতে সংঘাত, কি নিয়তির খেলা।