কোন এক হেমন্তের শেষবেলা, হাসিমুখে’ই শেষ বিদায়,
তোমার শেষ কথা, শেষ দেখা মধুময় স্মৃতির ক্যানভাস।
বিদায় লগ্নে, তোমারি হাসিমাখা মুখখানা, বিষাদ হৃদয়ে,
কত কথা’ই যে একা একা চেতন হয়, মনের গভীর হতে।
একদা এসেছিলে, আলোর পৃথিবীতে আলোকিত হতে,
ছায়াও ছিলো তোমারি সাথে সাথে, পরম মায়া মমতায়।
মিশে গেলে আলো ছেড়ে, অন্ধকার গহীন পথে বহুদূরে,
বেদনা নেই সবাই যায় যেতে হয়, এইতো ধারাবাহিকতা।
আসা যাওয়ার মাঝপথে,কিছু স্মৃতিকথার আঁকাআঁকি,
বন্ধুহীনা কে শোনে? পরম যত্নে,লুকায়িক জীবনের ফর্দ।
পার্থিব জীবনে সুখস্মৃতি, দুঃখ ভাগা-ভাগী’র বন্টননামা,
একাকী জীবনের,খাতা কলমই হতে পারে নিঃস্বার্থ বন্ধু।