প্রায়ই মনের মাঝে প্রশ্ন জাগে, কেন লিখি কি প্রয়োজন,
দিস্তার দিস্তা কাগজ, সময়ের অপচয় সমাজে চক্ষু শূল।
আপন জনের তেতো কথা, ক্রমাগতই সংসারে অশান্তি,
কেন যে বৈরাগ্য আসে, লিখার আকুতি মনের অজান্তে।
কেউ কি পড়বে ভবিষ্যতে? সযত্নে সাজানো পান্ডুলিপি,
হয়'তো ক্ষয়ে ক্ষয়ে ঝরবে, বাতাসে উড়বে প্রান্ত ঘূর্ণিতে।
এই গ্রহে ক্ষণকালে আসা অতিথি, আনন্দ বেদনার সব,
জীবনে ভুলভ্রান্তি জয় পরাজয়, নোনা জলে কিছু লিখা।
না'হয় হারিয়ে যাবে কলের চাপে, চঞ্চল জীবনে অকূলে,
ঘুণ ধরা সমাজ ক্রমায়াত,সময়ের ধাপে ধাপে নির্যাতিত।
সে চাপেই হারাবে, আবেগ অনুশোচনা প্রেম ভালোবাসা,
মনে রাখবেনা এখানেও ছিলো, নিশাচর প্রাণে'র অস্তিত্ব।