আমি গাঁয়ের মানুষ, ঘুম ভাঙে পাখির কোলাহলে,
অতি কাছ থেকে ভোর দেখা, শিশির ভেজা পায়ে।
দুপুর দেখা ঘর্মাক্ত শরীরের, নিজ গন্ধ শুঁকে শুঁকে,
গৃহাভিমুখ উড়ন্ত পাখির, আবীরের রং মাখা সন্ধ্যা।
দেখা বৈশাখী তাণ্ডব, করুণ অবনতি বৃক্ষের মস্তক,
চালে ঝরা রিমঝিম বৃষ্টি, পালক ভেজা বিষন্ন কাক।
দেখা ফসলের মাঠে, সবুজ সোনালী ফসলের শিষ,
ফাগুন সুখ বসন্ত বাহার, কচিপাতা ফুলের সমাহার।
কুটুম্বের ডাক দেখা, সংহত খেঁচ-খেঁচি নীরস বয়ান,
খালি গায় শীত আলিঙ্গন, নব জোয়ারে জলেভাসা।
দুঃখের সাথে গলাগলি, আবার অনায়াসে সুখ দেখা,
আঁতুড়ঘরের চিৎকার, কোলে ঢলেপরা শেষ বিদায়।